মুম্বই, ১০ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের নান্দেদ জেলার লোহা এলাকার কাপাসি চক থেকে ৬৪তম দিনের ‘ভারত জোড় যাত্রা’ শুরু করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী উপস্থিত বিপুল সংখ্যক মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশকিছু লোকের সঙ্গে কথাবার্তাও বলেন। আজকের ভারত জোড়া যাত্রা নান্দেদ শহর, দেগলুর এবং অর্ধপুর এলাকা পেরিয়ে শুক্রবার হিঙ্গোলিতে পৌঁছাবে বুধবার স্থানীয় লোকজন এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে রাহুল গান্ধী ২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন।
এদিন তিনি নান্দেদে একটি সমাবেশে ভাষণ দেবেন। সভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা সুপ্রিয়া সুলে, জিতেন্দ্র আওহাদ, রাজ্য সভাপতি জয়ন্ত পাটিল সহ অনেক নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং শিবসেনা নেতা আদিত্য ঠাকরে শুক্রবার যাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে।

