বিশালগড় ব্লকে ঘোটালা, মামলার অন্তবর্তীকালীন শুনানী শেষ

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ বিশালগড় ব্লকের বহু চর্চিত আর্থিক কেলেঙ্কারি মামলাটি আজও আদালতে শুনানির জন্য উঠে৷ কংগ্রেস নেতা অশোক কুমার সিনহা সহ দুজন বিষয়টি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন৷ এই মামলাটির সঙ্গে আরো ৩২টি ব্লকের মামলা জড়িয়ে গেছে৷ গতকালও হাইকোর্টে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল৷ আজও শুনানির জন্য উঠে৷ প্রাথমিকভাবে অন্তবর্তীকালীন শুনানির কাজ আজ শেষ হয়েছে৷ উল্লেখ্য, রেগা প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয় সহ ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে এই মামলায়৷ বিশালগড় ব্লকের কেলেঙ্কারিতে বিডিও বিমল চক্রবর্তী সহ অন্যান্যরা জড়িত রয়েছেন৷ স্পর্শকাতর এই মামলাটির রায় জানতে অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষও৷ কবে নাগাদ এই মামলাটির নিষ্পত্তি হবে সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই এখনো বলা যাচ্ছে না৷ সবকিছুই নির্ভর করবে আদালতের উপর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *