বিহার-সহ দেশের পাঁচ রাজ্যে ৫ ডিসেম্বর উপ-নির্বাচন, ফল ঘোষণা ওই মাসের ৮ তারিখ

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): বিহার ও উত্তর প্রদেশ-সহ দেশের পাঁচটি রাজ্যের ৬টি বিধানসভা ও একটি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর।

নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তর প্রদেশের মৈনপুরী সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে ৫ ডিসেম্বর। এছাড়াও ওডিশার পাদামপুর, রাজস্থানের সর্দারশহর, বিহারের কুরহানি, ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর ও উত্তর প্রদেশের রামপুর বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ নভেম্বর। ৮ ডিসেম্বর উপ-নির্বাচনের ফল ঘোষণা হবে। মনোনয়ন খুঁটিয়ে দেখা হবে ১৮ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ নভেম্বর।