Cricket:রজত, সুদীপের দায়িত্বশীল ব্যাটিংয়ে ত্রিপুরার ইউ.পি জয়

উত্তর প্রদেশ-‌১৬৩/‌৬

ত্রিপুরা-‌১৬৬/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর।। দুরন্ত জয়। পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি এবং সহ অধিনায়ক রজত দে-‌র দায়িত্বশীল ব্যাটিং এর কাঁধে ভর দিয়ে। ত্রিপুরা পরাজিত করলো উত্তর প্রদেশকে। ৬ উইকেটে। সৈদয় মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটে। জয়পুরের জয়পুরিয়া বিদ্যালয় মাঠে বুধবার ব্যাট হাতে কার্যত দাপট দেখালো রজত। একপ্রকার হারা ম্যাচ ঝড়োর গতিতে ব্যাট করে জয় এনে দেয় ত্রিপুরাকে। উত্তর প্রদেশের গড়া ১৬৩ রানের জবাবে ত্রিপুরা ৩ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার সুদীপ চ্যাটার্জি ৪৯ এবং রজত দে ৪৩ রান করেন। আসরে ২ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৪। ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান সাহা সকালে টসে জয়লাভ করে উত্তরপ্রদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। গোয়া ম্যাচের মতো শুরু থেকেই এদিন ত্রিপুরার বোলাররা দাপট দেখাতে থাকেন। কিন্তু ফ্যাক্টর হয়ে দাড়ান ‘‌ইমপেক্ট ক্রিকেটার’। ৪ নম্বরে ব্যাট করতে নেমে ‌‘‌ইমপেক্ট ক্রিকেটার’ অক্ষদ্বীপ নাথ ঝড়ো গতিতে ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অক্ষদ্বীপ ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করেন। এছাড়া উত্তর প্রদেশের পক্ষে প্রীয়ম গর্গ ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, দিব্যাংশ যশ ১১ বল খেলে ৩ টি  বাউন্ডারির সাহায্যে ১৯, সমীর চৌধুরি ১৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭, রিঙ্কু সিং ১২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪, আরিয়ান জোয়েল ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং করণ শর্মা ১০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। উত্তর প্রদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। ত্রিপুরার পক্ষে পারভেজ সুলতান (‌২/‌২৯), শঙ্কর পাল (‌১/‌১৪), মণিশঙ্কর মুড়াসিং (‌১/‌২৪) এবং অজয় সরকার (‌১/‌২৭) উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা‌‌‌‌‌র শুরুটা মোটেই ভাল হয়নি। অফ ফর্মে থাকা দলনায়ক ঋদ্ধিমান সাহা (‌৭) এদিনও ব্যর্থ হয়। এরপর ওপেনার বিক্রম কুমার দাসের সঙ্গে রুখে দাঁড়ান সুদীপ চ্যাটার্জি। ওই জুটি প্রতিরোধ গড়ে তুলেন বিক্রম ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন। ব্যর্থ হয়েছেন শুভম ঘোষ (‌১০) এবং শ্রীদাম পাল (‌১)। এরপর সুদীপের সঙ্গে রুখে দাঁড়ান সহ অধিনায়ক রজত দে। রজত শুরু থেকে ছিলেন বিধ্বংসী মেজাজে। ওই জুটি ৩৭ বল খেলে ৬৯ রান যোগ করে ত্রিপুরাকে কাঙ্খিত জয় এনে দেন। ত্রিপুরা ১৯.‌৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সুদীপ ৪৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রানে এবং রজত ২১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে অপরাজিত থেকে যান। উত্তর প্রদেশের পক্ষে করণ শর্মা  (‌২/‌২৮) সফল বোলার। ১৪ অক্টোবর ত্রিপুরা তৃতীয় ম্যাচ খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে।‌‌‌