ওয়াশিংটন, ২৩ সেপ্টেম্বর (হি.স.): দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, তবে মৃত্যুর সংখ্যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৯৮ জন। পাশাপাশি এই সময়েই মৃত্যু হয়েছে ২২২ জনের। বিগত দু”দিন ধরে লাগাতার ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়, বিগত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা অবশ্য একটু কমেছে। আমেরিকায় এযাবৎ ৯৭,৭৯৫,৭২৮-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ।
মার্কিন মুলুকে যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে তা যথেষ্ট উদ্বেগজনক। নতুন করে ২২২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃতের সংখ্যা ১০,৮০,৮৩৬-তে পৌঁছেছে। করোনাকে পরাজিত করে সুস্থও হয়ে উঠছেন বহু মানুষ। ওয়ার্ল্ডোমিটার-এর দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনার থেকে সেরে উঠেছেন ৯৪,৩৬৭,৩৪২ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২,৩৪৭,৫৫০ জন।