শান্তা সাহা হত্যা মামলা স্থানান্তর

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ শান্তা হত্যা মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জেলা ও সাবডিভিশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে স্থানান্তর হয়েছে৷ সোমবার এই মামলা আদালতে স্থানান্তর হয়৷ অভিযুক্তরা আজ আদালতে জামিনের আবেদন জানিয়ে- ছিলেন৷ আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে৷ তাদেরকে পুনরায় জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ অভিযুক্ত ছয়জনের মধ্যে পাঁচজনকে আজ আদালতে তোলা হয়৷ কৃষ্ণ দে নামে এক অভিযুক্ত অসুস্থ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাকে আদালতে তোলা যায়নি৷ সিআইডি এই মামলার তদন্ত ভার গ্রহণ করার পর যে ছয়জনকে আটক করেছে তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে৷ সে অনুযায়ী তদন্তের কাজ এগিয়ে চলেছে৷ উল্লেখ্য, রাজধানী আগরতলা শহরের জিবি সংলগ্ণ ৭৯ টিলা কোয়াটার কমপ্লেক্সে শান্তা সাহাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল৷ এই হত্যাকান্ডের পর ঘটনার তদন্তভার পুলিশ গ্রহণ করলেও পরবর্তী সময়ে মামলার তদন্ত ভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *