রায়গঞ্জ, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৩০ লিটার চোলাই সহ একজনকে গ্রেফতার করল রায়গঞ্জের কর্ণজোড়া আবগারি দফতর। ধৃতের ১৪ দিনের জেল হেপাজত।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার ধনকৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সিলিপ দেবশর্মা (৩৬)। বাড়ি কালিয়াগঞ্জ থানার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মুঝিয়া গ্রামে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে আবগারি দপ্তর। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

