মুম্বই, ৯ জানুয়ারি (হি.স.): টিভি অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণ ও তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল রাখী সাওয়ান্তের ভাইকে| ধৃতের নাম রাকেশ সাওয়ান্ত| `ঝঁাসি কি রাণি’, `শকুন্তলা’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন রিতু খন্না নামে এই অভিনেত্রী|
শুক্রবার রাতে ওশিয়ারার লোখন্ডবালা এলাকার একটি কফি শপে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন রিতু খন্না নামে এই অভিনেত্রী| সেখানে আগে থেকেই ছিলেন রাখী সাওয়ান্তের ভাই রাকেশ| তিনিও তাঁর বন্ধুদের সঙ্গে বসেছিলেন| রিতুর অভিযোগ, রাকেশ ও তাঁর বন্ধুরা অশ্লীল মন্তব্য করতে শুরু করেন| শুধু তাই নয়, রাকেশ ও তাঁর বন্ধুরা মোবাইলে রিতুর ছবি তুলতেও শুরু করেন বলে অভিযোগ|
রিতুর বয়ফ্রেন্ডের অভিযোগ, কফি শপে অনেক আগে থেকেই বসেছিলেন এক দম্পতি| রাকেশরা তাঁদের সঙ্গেও অভব্য আচরণ করেন| ওই দম্পতি কফিশপের ম্যানেজারের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন| ওই সময় রিতু ও তাঁর বয়ফ্রেন্ড রোহিতও সেখানে যান| রিতুর বয়ফ্রেন্ড আরও জানিয়েছেন, রাকেশদের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে কন্ট্রোল রুমে ফোন করে পুলিশ ডাকেন| পুলিশ এসে রাকেশকে গ্রেফতার করে|
পুলিশ জানিয়েছে, রাকেশ নেশাগ্রস্ত ছিলেন| পুলিশ প্রথমে দুই পক্ষের বক্তব্য শোনে| পরে রাকেশের বিরুদ্ধে রীতুর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে| পরে ব্যক্তিগত মুচলেকায় জামিন দেওয়া হয় রাকেশকে| তাঁর অবশ্য দাবি, তিনি নির্দোষ|| রাকেশ জানিয়েছেন, `রীতুকে আমি চিনি না, এর আগে কখনও দেখিনি|’
2016-01-09