ব্রহ্মলীন স্বামী স্বরূপানন্দ সরস্বতীর শেষ দর্শনে ভিড়

নরসিংহপুর(মধ্যপ্রদেশ), ১২ সেপ্টেম্বর ( হি.স.) : জ্যোতির্মঠ বদ্রীনাথ ও শারদা পীঠ দ্বারকার শঙ্করাচার্য জগদ্গুরু স্বামী স্বরূপানন্দ সরস্বতীর শেষ দর্শনের জন্য ভক্তরা ভিড় জমাচ্ছেন। তাঁর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। শুধু মধ্যপ্রদেশ নয়, দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্ত নরসিংহপুরে আসছেন। তাঁর মরদেহ আশ্রমের গঙ্গা কুন্ডে শেষ দর্শনের জন্য রাখা হয়েছে, যেখানে ভক্তরা দুপুর ১টা পর্যন্ত শেষ দর্শন করেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ, দিগ্বিজয় সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, ফাগ্গান সিং কুলাস্তে, প্রাক্তন মন্ত্রী সুরেশ পাচৌরি, রাজ্যসভার সদস্য বিবেক টাঙ্কা, ছাগের রবীন্দ্র চৌবে এবং অনেক জনপ্রতিনিধিও আশ্রমে পৌঁছে শঙ্করাচার্যকে শেষ শ্রদ্ধা জানান। মধ্যপ্রদেশের গোটেগাঁও তহসিলের ঝোঁতেশ্বরে, ব্রহ্মলীন শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীকে সোমবার বিকেল ৫টায় সমাধিস্থ করা হবে।
শঙ্করাচার্যের মৃতদেহে ভূমি-সমাধি দেওয়ার আগে সমস্ত পবিত্র নদীর জল ও দুধ দিয়ে মহাসনা করা হবে। এরপর পালকি পরিদর্শন শেষে বিভিন্ন মঠ ও পীঠ থেকে আগত পণ্ডিতদের উপস্থিতিতে তাদের ভগবতী ত্রিপুরাসুন্দরীর দর্শন প্রদান করে মন্দিরের পাশে প্রস্তুত স্থানে ভু সমাধি দেওয়া হবে শাস্ত্র মতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *