পারথ, ৮ জানুয়ারি (হি.স.) : আগামী মঙ্গলবার ওয়াকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ওয়ান ডে-র সিরিজ শুরু করছে ভারত | ধোনিবাহিনীর কাছে আক্রমণাত্মক ক্রিকেট আশা করছেন অজি কোচ ডারেন লেহম্যান|
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত | প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা সিরিজে টক্কর দেবে বলে মনে করে বিশ্বচ্যাম্পিয়নরা | অজি কোচ লেম্যান বলেন, ভারত দারুণ দল| কয়েক মাস আগেই এখানে বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে ভারত | আক্রমণাত্মক ক্রিকেট খেলে | সুতরাং আমাদের ভালো খেলতে হবে | ওয়াকায় আমরা অনেক দিন ম্যাচ খেলিনি | আশা করি ওয়াকার পিচে বাউন্স থাকবে |
গতি পিচে দুই পেসারকে পাবে না অস্ট্রেলিয়া| আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোয় নেই মিচেল জনসন | আর চোটের জন্য নেই মিচেল মার্শ | এ প্রসঙ্গে অজি কোচ বলেন, এই সিরিজ তরুণ বোলারদের কাছে বিরাট চ্যালেঞ্জ | আমাদের সেরাটা দিতে হবে | সিরিজে লড়াই হবে মাইকেল ক্লার্কের | অবসরে অস্ট্রেলিয়ার নেতৃত্ব এখন স্টিভ স্মিথের কাঁধে টেস্টে টিম ইন্ডিয়ার নেতৃত্ব তরুণ বিরাট কোহলির হাতে থাকলেও | ওয়ান ডে ও টি-২০ সিরিজে ভারতের নেতৃত্ব অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির কাঁধেই |