নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ ঘরের কিস্তির টাকা দাবি করে রবিবার বন্ধের দিনে স্ত্রী সহ মেয়ে ও পুত্রবধূকে বেধড়ক পেটালো বিলোনিয়া মহকুমার বড়পাথরি লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা দুলাল মহাজন৷ রবিবার সকালে দুলাল মহাজনের স্ত্রী কাজল মহাজন স্বামীকে প্রাতরাশ দিতে গেলে ফেলে দেয় চায়ের কাপ সহ খাবার৷
অকথ্য ভাষায় গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয় স্ত্রী ও পুত্রবধূ টুম্পা মুহুরী মহাজনকে৷ দাবি একটাই,সরকারের প্রদেয় ঘরের কিস্তির টাকা দিতে হবে ওনাকে৷ নতুবা কেটে রক্ত খেয়ে নেবে ওদের৷ বহুদিন যাবত এ ধরনের অকথ্য অত্যাচার থেকে নিজের মা এবং ভাইয়ের বউকে রক্ষা করার তাগিদে বাবাকে বোঝানোর জন্য বাপের বাড়িতে যায় বিলোনিয়া সাতমুড়া এলাকার বিবাহিতা মেয়ে শিপ্রা মহাজন৷ অনেক বোঝানোর পরও রবিবার সাত সকালে খাবার ফেলে দিয়ে নিজের মাকে আক্রমণ করতে দেখে রক্ষা করার জন্য এগিয়ে যায় মেয়ে শিপ্রা৷ এরপর অবস্থা বেগতিক দেখে ছুটে যায় পুত্রবধূ টুম্পাও৷ সুযোগ বুঝে তিন মহিলাকেই লাঠি দিয়ে একসাথে এলোপাথাড়ি পেটাতে থাকে দুলাল মহাজন৷ মাথায়, কোমরে, হাতে, পায়ে বেধড়কভাবে মারতে থাকে ওদের৷
এগিয়ে আসে এলাকাবাসী, তবে হাতে দা নিয়ে রুখে দাঁড়ানোর ফলে এগোতে পারছিল না কেউই৷ যাই হোক, অবশেষে এলাকাবাসীদের সহযোগিতায় বেঁধে রাখা হয় নিজ বাড়িতেই৷ আহত তিনজনকে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে৷ সেখান থেকে বিলোনীয়া মহিলা থানাতে অভিযোগ দায়ের করে পুত্রবধূ টুম্পা সহ স্ত্রী কাজল এবং মেয়ে শিপ্রা৷
অভিযুক্ত দুলাল মহাজনের একমাত্র পুত্র সুজন মহাজন বিদেশ থাকার কারণে আড়াই মাসের সুরজ এবং ছয় বছরের স্বস্তিকাকে নিয়ে আতঙ্কে থাকতে হয় পুত্রবধূ টুম্পাকে, এমনটাই অভিযোগ জানান তারা৷ পরে পুলিশ গিয়ে হামলকারীকে থানায় নিয়ে যায়৷