নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি ৷৷ ৩১ ডিসেম্বর যে সময়সীমা ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) সমস্ত ক্যাবল গ্রাহকদের বেঁধে দিয়েছিল ডিজিটেলাইজেশনের জন্য তা ১ জানুয়ারি ২০১৬ হতেই ছিন্ন করে দেওয়া হয়েছিল ক্যাবল সংযোগ৷ সারাদিন রাজ্যের নগর এলাকাগুলিতে কোথাও ক্যাবল সম্প্রচার হয়নি৷ তাতে প্রায় ৭০ শতাংশ জনগণের ক্যাবল সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল৷ এই ঘটনা শুধু রাজ্যের ক্ষেত্রেই নয়, সারা দেশেই ট্রাইয়ের এই সিদ্ধান্ত কার্যকরী হয়৷ কিন্তু বিভিন্ন মহলের অনুরোধ এবং চাপে পড়ে বেলা শেষে ট্রাই সিদ্ধান্ত সাময়িক প্রত্যাহার করে৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে ট্রাই ক্যাবল টিভি ডিজিটেলাইজেনের জন্য একমাসের সময়সীমা বাড়িয়ে দেয়৷ এই একমাসের মধ্যে সমস্ত ক্যাবল গ্রাহক সেট টপ বক্স ব্যবহার করা বাধ্যতা মূলক৷ এদিকে, রাজ্যে প্রয়োজন সংখ্যক সেট টপ বক্সের ঘাটতি রয়েছে৷ তাতে এক মাসের মধ্যে নগর এলাকায় সেট টপ বক্সের যোগান দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ণ দেখা দিয়েছে৷ ক্যাবাল গ্রাহকরা রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত৷
2016-01-02