BRAKING NEWS

বামুটিয়ায় বাড়িত ঢুকে বাইক বাহিনীর তান্ডব, ভোজালীর আঘাতে গুরুতর এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ সদর উত্তরের বামুটিয়া পুলিশ ফাঁড়ির ছোট আমতলী পাল পাড়ায় ভোজালীর আঘাতে আহত হয়েছেন এক ব্যক্তি৷ জুয়া খেলায় বাধা দেওয়ায় হামলা চালানো হয় বলে অভিযোগ৷ ঘটনার পর পুলিশের ভূমিকা ঘিরে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ছোট আমতলী পাল পাড়ায় রঞ্জিত বিশ্বাস নামে এক ব্যক্তিকে বাড়িতে গিয়ে ভোজালি উচিয়ে প্রাণ নাশের হুমকি দেয় এলাকার কিছু যুবক ও বহিরাগত কিছু দুষৃকতী৷ ঘটনার বিবরণে জানা যায়, রঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে কিছু দুষৃকতি মারুতি ভ্যান গাড়িতে বসে জুয়া খেলছিল ও মদ খাচ্ছিল৷তখন রঞ্জিত বিশ্বাস তাদের অন্যত্র সরে যেতে বলতেই বাধে বিপত্তি৷তখন নয়ন শীল  নামে এক দুষৃকতী রঞ্জিত বিশ্বাসকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে৷ পরে রঞ্জিত বিশ্বাস এর বাবা বেরিয়ে এলে দুষৃকতীরা গাড়ি থেকে ভোজালি নিয়ে আক্রমণ চলায়৷ তখন রঞ্জিত বিশ্বাস দৌড়ে বামুটিয়া ফাঁড়িতে যায়, যার দুরত্ব ২০০মিটারের চেয়েও কম৷ তখনও আসেনি পুলিশ৷আসছি বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় রঞ্জিত বিশ্বাসকে৷পরবর্তী সময়  বাইক বাহিনীর  প্রায় ১০/১২ জন  ৬টি বাইক নিয়ে এসে তাদের বাড়িতে হামলা চালায়৷রঞ্জিত বিশ্বাস এর বোন এর ছেলে অর্থাৎ ভাগিনা ঘর থেকে বেরিয়ে এলে তাকে প্রচন্ড মারধর করে৷ তখন পড়ার মহিলারা এগিয়ে এলে বাইক বাহিনী পালিয়ে যায়৷ সব শেষে আসে ২০০ মিটার দূরত্বে থাকা  বামুটিয়া ফাঁড়ির পুলিশ৷ পুলিশের এই আচরণে হতবাক গ্রামবাসী৷পরবর্তী সময় এই বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও মেম্বার এর সঙ্গে যোগাযোগ করা হয়৷ তারা আশ্বাস দিয়েও এগিয়ে আসেনি৷ তাই লিখিত অভিযোগ করেন থানায়৷ থানা কোনো পদক্ষেপ নেয়নি৷অভিযোগ করার পর বাইক বাহিনী প্রাণে মারার হুমকি দিতে থাকে মামলার বাদী রঞ্জিত বিশ্বাসকে৷ শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্ত হন৷ অন্যদিকে বামুটিয়া পুলিশ ফাঁড়ির এই ভূমিকায় ক্ষোভ দেখা দেয় জনমনে৷এখনো কোনো পদক্ষেপ নেই পুলিশের৷এই ঘটনার মাস্টার মাইন্ড গাড়ি চালক নয়ন শীল৷ অতিষ্ঠ এলাকাবাসী এই সকল দুষৃকতীদের তাণ্ডবে৷ এখন দেখার বিষয় পুলিশ আদো কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *