ভুবনেশ্বর, ১২ মে (হি.স.) : চম্পুয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র নাথ পট্টনায়েক-র কেওনঝার জেলার জোদা এবং ভুবনেশ্বরের বিভিন্ন অফিস ও বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) ২০০২ এর অধীনে এই অভিযান চালিয়ে অবৈধ খনির মামলায় লক্ষাধিক নগদ এবং ১৩৩.১৭ কোটি টাকা আমানত বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
প্রয়োজনীয় বিধিবদ্ধ অনুমোদন ছাড়াই অবৈধ খননের মাধ্যমে পট্টনায়েক অযৌক্তিক আর্থিক সুবিধা অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
ইডি জানিয়েছে, বিভিন্ন অপরাধমূলক নথি এবং ডিজিটাল প্রমাণ জব্দ করার সঙ্গে তল্লাশি অভিযানের সময় ৭০ লক্ষ টাকার নগদ এবং ১৩৩.১৭ কোটি টাকার ১২৪টি আমানত বাজেয়াপ্ত করা হয়েছে। জিতেন্দ্র নাথ পট্টনায়েক এবং অন্যদের বিরুদ্ধে ওড়িশার রাজ্য ভিজিল্যান্স সেল দায়ের করা এফআইআর এবং চার্জশিটের ভিত্তিতে ইডি একটি অর্থ-পাচার তদন্ত শুরু করেছে।