Attack : হাতির আক্রমণে দুই মহিলার মৃত্যু, দুই আহত

আলিপুরদুয়ার, ৩ এপ্রিল (হি.স.) : শনিবার রাতে জেলার মাদারিহাটে বন্য হাতির আক্রমণে দুই মহিলার নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছে বলে জানা গেছে। মৃতদের নাম ভগবতী ছেত্রী ও রেণুকা ছেত্রী। আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা সুখেন দাস ও পূজা ক্ষেত্রী।

সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদারিহাট উত্তর চেকামারী এলাকায় একটি হাতি ঢুকে পাশ দিয়ে যাওয়া কয়েকজনকে আক্রমণ করে। এতে তিন মহিলাসহ একজন গুরুতর আহত হয়েছেন। শোরগোল শুনে এলাকার লোকজন দৌড়ে এসে চারজনকে উদ্ধার করে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। যেখান থেকে গভীর রাতে ভগবতী ছেত্রী ও রেণুকা ছেত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুই মহিলারই। এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।