কলম্বো, ৩০ মার্চ (হি.স.) : কলম্বোর মাটিতে দাঁড়িয়ে বিমস্টেক-র বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে বুধবার সন্ত্রাসবাদ এবং সামগ্রিক চরমপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কলম্বোতেই এবার আয়োজিত হচ্ছে বিমস্টেক। আজ ছিল বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। আগামীকাল শীর্ষ পর্যায়ের বৈঠকে ভিডিও মাধ্যমে উপস্থিত থাকবেন এই গোষ্ঠীভূক্ত রাষ্ট্রগুলির শীর্ষ নেতারা।
এদিন তাঁর বক্তৃতায় ইউক্রেন প্রসঙ্গের উল্লেখ করেন জয়শঙ্কর। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, এমনকি সুস্থিতি ধরে রাখাটাও এখন সহজ বিষয় নয়। গোটা বিশ্বই বিরাট চ্যলেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক অতীতে এমন পরিস্থিতি দেখা যায়নি। কিন্তু তার মধ্যেই ইউক্রেন পরিস্থিতি আন্তর্জাতিক অস্থিরতা তৈরি করেছে।”ভারত-পাকিস্তানের সংঘাতে সার্ক সম্মেলন কার্যত অকেজো হয়ে পড়েছে। এই সময়ে বিমস্টেক-এর মঞ্চকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে চাইছে নয়াদিল্লি। বিমস্টেক-এ চিন বা পাকিস্তান নেই। ফলে এই গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে কৌশলগত এবং বাণিজ্যিক সুবিধা আদায় করা ভারতের পক্ষে সহজ।

