লাহোর, ২৫ মার্চ (হি.স.) : এক দশকেরও বেশি সময় পরে এশিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া দল। আর দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। শেষ টেস্টে হারিয়ে সিরিজ জিতে নিল অজিরা। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১১৫ রানের বড় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ৩৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুঁটিয়ে গেছে ২৩৫ রানেই। প্রথম দুই ম্যাচ ড্র হওয়ায় ৩ ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল সফরকারীরা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স । সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন উসমান খাজা।
পাকিস্তান যে শেষ টেস্টে হারতে চলেছে তা অনেকটা অনুমিতই ছিল। কারণ পঞ্চম ও শেষ দিনে ১০ উইকেট হাতে থাকলেও তাদের দরকার ছিল আরও ২৭৮ রান। কিন্তু ৩৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে চতুর্থ দিন শেষে ৭৩ রান তুলে ফেলায় আশার আলো দেখছিল স্বাগতিকরা। তাছাড়া সিরিজের দ্বিতীয় ম্যাচেই তো অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বীরত্বে অবিশ্বাস্য ড্র করার স্মৃতি তো তাজাই আছে। কিন্তু এবার আর তেমন কিছু হতে দিলেন না অজি বোলাররা।
আগের দিন শেষে ২৭ রানে অপরাজিত থাকা পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক আজ নতুন করে কোনও রান যোগ করার আগেই বিদায় নিয়েছেন। সকালের সেশনে বিদায় নিয়েছেন আজহার আলীও (১৭)। এরপর ৪২ রানে অপরাজিত থাকা ওপেনার ইমাম-উল-হক ও অধিনায়ক বাবর আজম মিলে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছিলেন। তাদের জুটিতে আসে ৪৬ রানে। কিন্তু ইমাম ব্যক্তিগত ৭০ রানে অজি স্পিনার নাথান লায়নের শিকার হলে ভাঙে এই জুটি। মূলত ইমামের বিদায়ের পরই পাকিস্তানের ইনিংসে ধস নামে। এক প্রান্তে বাবর লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পতনের মিছিল অব্যাহত থামে। আগের ম্যাচের নায়ক রিজওয়ান আর রানের খাতাই খুলতে পারেননি। অভিজ্ঞ ফাওয়াদ আলম করেছেন মাত্র ১১ রান। আর দলের ষষ্ঠ উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে অধিনায়ক বাবরের ব্যাট থেকে আসে ৫৫ রান। এরপর বলার মতো রান আসে কেবল সাজিদ খানের (২১) ব্যাট থেকে।
বল হাতে অস্ট্রেলিয়ার লায়ন নিয়েছেন ৫ উইকেট। এছাড়া কামিন্স ৩টি এবং মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন।
এই জয়ের ফলে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এর আগে সর্বশেষ মার্ক টেইলরের দল ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে এসেছিল। আর ২০২২ সালে সেই কীর্তি স্পর্শ করল প্যাট কামিন্সবাহিনী। শুধু কি তাই, পাকিস্তানের মাটিতেই এটি অজিদের মাত্র তৃতীয় সিরিজ জয়। প্রথমটি এসেছিল সেই ১৯৫৯ সালে। আর ১১ বছর পর এশিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বাদ পেল তারা। সর্বশেষ ২০১১ সালে শ্রীলঙ্কায় একই ব্যবধানে জিতেছিল ক্যাঙ্গারুরা। তাছাড়া ২০১৬ সালের পর এই প্রথম বিদেশের মাটিতে সিরিজ জিতলো দলটি।

