মুম্বই, ২৫ মার্চ (হি. স.) : সপ্তাহের শেষ কর্মদিবসেও পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। শুক্রবার ২৩৩ দশমিক ৪৮ সূচক হারাল সেনসেক্স। পাশাপাশি নিফটিও কমেছে ৭০ পয়েন্ট। কোনওক্রেমে ১৭ হাজার ১৫০ সূচক ধরে রাখতে পেরেছে।
বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেশের নামী-দামী সংস্থাগুলির শেয়ারদর পড়তে থাকে। দুপুরের পরে এক ধাক্কায় ৪০০-র বেশি পয়েন্ট খুইয়েছিল সেনসেক্স। তথ্য-প্রযুক্তি থেকে ওষুধ প্রস্তুতকারী সংস্থা এমনকী অটো ও এফএমসিজি’র শেয়ারেও ধস নেমেছে। শেষ বেলায় সেই ধাক্কা কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হয়েছে। তবে তাতে খুব একটা লাভ হয়নি।
সেনসেক্সের শীর্ষ ৩০টি স্টকের মধ্যে ২২টির দরেই পতন ঘটেছে। বাজাজ অটো, এবিআই সহ বেশ কয়েকটি সংস্থার শেযার দর অবশ্য বেড়েছে। এদিন শেয়ারবাজারে সবচেয়ে লাভবান হয়েছে বাজাজ অটো। সংস্থার শেয়ার দর বেড়েছে ৭০ টাকা ৪৫ পয়সা। সবচেয়ে বড় লোকসান করেছে টাইটান। একদিনে সংস্থার শেয়ারের দাম কমেছে ৯৪ টাকা ৬০ পয়সা। দিনের শেষে ২৩৩ দশমিক ৪৮ সূচক হারিয়ে সেনসেক্স বন্ধ হয়েছে ৫৭ হাজার ৩৬২ দশমিক ২০ পয়েন্টে। আর ৬৯ দশমিক ৭৫ সূচক হারিয়ে নিফটি বন্ধ হয়েছে ১৭ হাজার ১৫৩ পয়েন্টে।