কলকাতা, ২৪ মার্চ (হি.স): না-ফেরার জগতে পাড়ি দিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, বুধবার গভীর রাতে প্রয়াত হয়েছেন অভিনেতা। অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। স্মৃতিচারণা করে ঋতুপর্ণা বলেন, ”আমার জীবনে কিছু শ্রেষ্ঠ ছবি ওঁর সঙ্গে করা”। ঋতুপর্ণা আরও বলেন, ”সুজন সখী থেকে শুরু করে অনেক অনেক ছবি। যেখানেই থাকুক শান্তিতে থাকুক ” ।
একটা সময় টলিউডের একাধিক ছবির পরিচিত মুখ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় ” দহন”, ”বাড়িওয়ালি” একাধিক ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিষেক । কিন্তু সেই অভিষেক এবার না ফেরার দেশে । সম্প্রতি ”অন্দরমহল”, ”কুসুম দোলা”, ”ফাগুন বউ”, ”খড়কুটো”র মতো ধারাবাহিকে অভিষেকের অভিনয় মন জিতে নিয়েছিল দর্শকের ।

