কল্যাণপুর, ১৯ জানুয়ারি : পথ দুর্ঘটনা কিছুতেই থামছে না। আবারো ট্রাক-বাইকের সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন যুবক। গাড়ির চাপায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাইক। অথচ, শীতঘুমে আচ্ছন্ন ট্রাফিক দপ্তরের পুলিশ বাবুরা। প্রতিদিনই পথচলতি সাধারণ মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই কল্যাণপুরের তোতাবাড়িতে মর্মান্তিকভাবে স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল কলেজ পড়ুয়া টুটন দেবনাথ। এরই রেশ কাটতে না কাটতেই সাতসকালে ট্রাক- বাইকের সংঘর্ষে মারাত্মকভাবেই আহত হয় অজিত শীল(৩২)। তার বাড়ি খোয়াই থানাধীন ধলাবিল এলাকায়। অজিত ওএনজিসি ড্রিলিংয়ের কাজে বড়মুড়াতে কর্মরত ছিলেন।
আজ সকালে কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে নিজের বাইক টিআর০৬সি৫০৩০ নিয়ে খোয়াই-তেলিয়ামুড়া সড়কের কমলনগর এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা এএস০১এমসি ৯২৩৭ ট্রাকের সাথে সংঘর্ষ হয়। বরাত জোরে বাইক চালক অজিত প্রাণে বেঁচে গেলেও রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মকভাবেই আহত হন। বাইক ট্রাকের চাকার চাপায় দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থেকে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ছুটে গিয়ে আহত এবং রক্তাক্ত অজিতকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর অজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা সাথে সাথেই তাকে খোয়াই জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
দিনের পর দিন কল্যাণপুর থানাধীন বিভিন্ন এলাকায় যেভাবে দুর্ঘটনা বাড়ছে এই বিষয়ে জনমনে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। থানা এলাকায় দেদার পথ দুর্ঘটনা বেড়ে চললেও শীত ঘুমের নিমজ্জিত স্থানীয় থানার ট্রাফিকসহ সংশ্লিষ্ট পুলিশ। কল্যানপুর বাজারসহ মোটর স্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। বাজার কলোনি রোডে বেআইনিভাবে গাড়ি দাঁড়িয়ে থাকলেও সংশ্লিষ্ট পুলিশের কোনো ভূমিকা নেই। ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ক্রমশ বাড়ছে। দাবি উঠছে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক রাজের প্রশাসনের কর্তাব্যক্তিরা।

