বক্সনগরের সার্বিক পরিস্থিতি ও কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল

বক্সনগর, ১৯ ডিসেম্বর: বক্সনগর এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা এবং ইন্দো–বাংলা আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার না হওয়া এলাকাগুলি পরিদর্শনের লক্ষ্যে শুক্রবার সারাদিনব্যাপী কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি বক্সনগর ব্লকের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রথমে বক্সনগর ব্লকের অন্তর্গত দয়ালপাড়া ঝড়াজলা স্কুল মাঠে ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় যোগ দেন রাজ্যপাল। সভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ জেসওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা, বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন আয়োজকেরা।

এরপর স্বাগত ভাষণ রাখেন জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ জেসওয়াল। তিনি সোনামুড়া মহকুমার বিভিন্ন দপ্তরের কার্যকলাপ ও সীমান্ত এলাকার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। পরে দুটি মনোজ্ঞ উপজাতি নৃত্য পরিবেশিত হয়, যা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেনও এলাকার পরিস্থিতি ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

এরপর রাজ্যপাল তাঁর বক্তব্যে বলেন, কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা এবং সীমান্তবর্তী জনগণের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার বাস্তব পরিস্থিতি জানতেই তিনি বক্সনগরে এসেছেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে, তা খতিয়ে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন যাতে সরকারি সুযোগ–সুবিধা দ্রুত ও সঠিকভাবে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়।

সভা শেষে রাজ্যপাল বক্সনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে তিনি সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক ও জওয়ানদের সঙ্গে মতবিনিময় করে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে খোঁজখবর নেন।

Leave a Reply