ছাওমনু নদীর উপর সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ, লিখিত প্রতিশ্রুতি চাইল জনতা

আগরতলা, ১৩ নভেম্বর: ছাওমনু নদীর উপর সেতু নির্মাণের দাবিতে আজ সকাল থেকে সাধারণ মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু না থাকায় এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।অবরোধকারীরা জানিয়েছেন, ধলাই জেলার জেলা শাসক স্বয়ং ঘটনাস্থলে এসে সেতু নির্মাণের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি না দিলে তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

অবরোধের কারণে ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষ ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে।