স্ত্রী ও পুত্রবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা, এরপর ফাঁসিতে আত্মঘাতী নুরুল ইসলাম — চাঞ্চল্য বক্সনগরে

বক্সনগর, ১০ অক্টোবর:
সোনামুড়া থানার অন্তর্গত পশ্চিম দুর্লভ নারায়ণপুর গ্রামে গতকাল সকালে ঘটে গেল এক নৃশংস ও মর্মান্তিক ঘটনা। স্ত্রী ও পুত্রবধূকে কুপিয়ে গুরুতর আহত করার পর আত্মঘাতী হলেন নুরুল ইসলাম নামে এক ব্যক্তি। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে দশটার সময় নুরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রী খুশনেহেরা বেগম ও পুত্রবধূ সেলিনা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে সোনামুড়া মহকুমা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে দু’জনেই সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এরপর থেকে পলাতক ছিল নুরুল ইসলাম।

আজ শুক্রবার ভোরে খবর আসে, নিজ গ্রাম সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম বহু বছর ধরে বিদেশে কর্মরত ছিলেন। সংসারের দায়িত্ব নেওয়ার জন্য বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ নিয়মিত বাড়িতে পাঠাতেন। তবে সেই টাকার সঠিক হিসাব স্ত্রী খুশনেহেরা দিতে না পারায় দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।

গ্রামবাসীদের একাংশের দাবি, স্ত্রীর পরকীয়ার সন্দেহও নুরুলের মনে গভীর ক্ষোভ তৈরি করেছিল। সেই রাগ-ক্ষোভ ও মানসিক অশান্তির ফলেই এই মর্মান্তিক ঘটনার জন্ম বলে তাঁদের ধারণা।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি ঘিরে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। নুরুল ইসলামের আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর দেওয়া হচ্ছে।