নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ অক্টোবরঃ
খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর এলাকায় এক গৃহবধূর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে বাড়ির ভেতর থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশের নজরে আনেন। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে এক নারীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে, যা একটি বস্তার মধ্যে প্যাক করা অবস্থায় ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম শর্মিষ্ঠা মোদক (৩৬)। বাড়ির লোকজনকে ডেকে এনে মৃতদেহের সনাক্তকরণ করা হয়। গৃহবধূর বাবা রতন চন্দ্র মোদক, রাজনগর এলাকার বাসিন্দা, পুলিশকে জানান—মেয়েটি একাই ওই বাড়িতে থাকতেন। শর্মিষ্ঠার প্রথম বিয়ে হয়েছিল কাঞ্চনপুরের বাসিন্দা গৌতম বণিক নামে এক যুবকের সঙ্গে। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শর্মিষ্ঠা দ্বিতীয়বার গোপাল মোদক নামে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ওই বাড়িতেই বসবাস করছিলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা অ্যাডিশনাল এসডিপিও, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি খুন হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট ও বিস্তারিত তদন্তের ফলাফলের অপেক্ষা করছে পুলিশ। পুরো ঘটনাটি ঘিরে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
2025-10-05

