কদমতলায় নাবালিকা অপহরণ, অভিযুক্ত যুবক গ্রেফতার

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: কদমতলা থানাধীন ঝেরঝেরি এলাকা থেকে এক নাবালিকা অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃতার পিতা রফিক উদ্দিন কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৯৬/৬৫(১ )বিএনএস ও পকসো আইন ২০১২-এর ধারা ৪ এর অধীনে কদমতলা থানায় ৫৪/২৫ নং মামলা রুজু করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিদ্যালয় থেকে ফেরার পথে শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার কাঁঠালতলী বাগন এলাকার বাসিন্দা তাজ উদ্দিন ওরফে তাজই (৩০) ওই নাবালিকাকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের অবস্থান শ্রীভূমি জেলার চরগোলা এলাকায় চিহ্নিত হয়।কদমতলা থানার সাময়িক ভারপ্রাপ্ত ওসি সনজিৎ সেনের নেতৃত্বে একটি টিম নাবালিকার আত্মীয়-পরিজনদের সঙ্গে নিয়ে আসাম পুলিশের সহযোগিতায় চরগোলা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার ও অভিযুক্ত তাজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ অভিযুক্তকে জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে।