রেল স্টেশন চত্বরে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

কুমারঘাট, ২৯ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট রেল স্টেশন চত্বরে শুক্রবার ভোরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মালবাহী রেলের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশ দেবনাথ (২৭)-এর। মৃত যুবকের বাড়ি কুমারঘাট রেলওয়ে স্টেশনের পাশের সুকান্তনগর ৩ নম্বর ওয়ার্ডে। তাঁর পিতা প্রয়াত দীনেশ দেবনাথ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বিকাশ দেবনাথ। ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও জিআরপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মৃত যুবক পেশায় শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার তাঁর বাড়িতে মনসা পূজা অনুষ্ঠিত হয়েছিল। সেই সঙ্গে আশপাশের কয়েকটি পরিবারেও পূজার আয়োজন ছিল। হঠাৎ এই দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গ্রামবাসীরা জানান, পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিলেন বিকাশ। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।