আগরতলা, ১০ জুলাই: রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ও মানহানিকর মন্তব্য করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় পশ্চিম ত্রিপুরার সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহনপুরের বাসিন্দা জয়ন্ত দেবনাথ। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মহিলা জোহরা বেগম , গোমতী জেলার উদয়পুরের রাজধরনগর, জামজুরি এলাকার বাসিন্দা। ৮ জুলাই ২০২৫ তারিখে একটি প্রকাশ্য সমাবেশে তিনি মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দেন এবং জনসমক্ষে মন্ত্রীর প্রাণনাশের হুমকি দেন।
এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ” সিপিআইএম ত্রিপুরা” নামক একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়, যার শিরোনাম ছিল – “মন্ত্রী রতন ও বিজেপি’র উপর সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।” ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বহু ফেইসবুক ব্যবহারকারী এটি শেয়ার করেন। যার ফলে মন্ত্রীর সামাজিক মর্যাদা ও ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জয়ন্ত দেবনাথ, যিনি নিজে মোহনপুর ২নং বিধানসভা কেন্দ্রের ভোটার এবং বহু বছর ধরে রতন লাল নাথের একজন সমর্থক, তিনি বলেন এই ধরনের আক্রমণ ও মিথ্যা অপপ্রচার শুধু একজন জননেতার নয়, গোটা সমাজের বিরুদ্ধেই বিদ্বেষ ছড়ানোর চেষ্টা। অভিযোগপত্রে এফআইআরের জন্য তিনটি ধারার আওতায় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে – জনসাধারণের মানহানি, অপরাধমূলক হুমকি ও ভীতি প্রদর্শন, সমাজে বিভেদ ও ভুল তথ্য প্রচার। অভিযোগপত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টের স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহন করে।

