অবৈধ অনুপ্রবেশকারী ৮ বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার

আগরতলা, ৬ জুলাই : ফের অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করলো পুলিশ। শনিবার বিকেল তিনটা নাগাদ সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে চুরাইবাড়ি রেল স্টেশন থেকে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

আটক হওয়া অনুপ্রবেশকারীরা জানিয়েছে, তারা গত ৪ জুলাই বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কাঁটাতারের ভেতর দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং কাজের উদ্দেশ্যে উড়িশা যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ধৃত ৮ বাংলাদেশী নাগরিকই সে-দেশের রাজশাহী জেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন, মোঃ নাইমুন (২৫), মোঃ সোহেল (২৯), মোঃ রাকিবুল (১৯), মোঃ সাহাব (১৯), মোঃ শাকিল (১৮), মোঃ রুবেল (২৫), মোঃ রিহান (২০), মোঃ ইকবাল (২৮)।

তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদে মানব পাচারকাণ্ডে জড়িত অন্যান্যদেরও হদিশ মিলতে পারে বলে ধারণা পুলিশের।

Leave a Reply