আগরতলা, ৫ জুলাই: আজ প্রদেশ কংগ্রেস ভবন এক বিশাল যোগদান সভার সাক্ষী হলো। অম্পিনগর বিধানসভা কেন্দ্র থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২০০-র বেশি কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন।
অম্পিনগর ব্লক কংগ্রেস সভাপতি পিন্টু দেববর্মার নেতৃত্বে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। যোগাদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আইপিএফটি দলের অম্পিনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্র মোহন জামাতিয়া, ২০১৩ সালের বিজেপি প্রার্থী সুবল দেববর্মা এবং টিপরা মথা দলের অন্যতম নেতা শ্রী পঞ্চসাধন জামাতিয়া।
এদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি যোগদানকারী প্রায় দুই শতাধিক পরিবারকে কংগ্রেসে স্বাগত জানিয়েছেন। আশীষ কুমার সাহা বলেন, অম্পিনগর থেকে ২০০-র বেশি পরিবার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেছেন। তাঁদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নিতে পেরে আমরা আনন্দিত।
প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, এই বিপুল সংখ্যক যোগদান আসন্ন নির্বাচনে অম্পিনগর কেন্দ্রে কংগ্রেসের শক্তিকে আরও মজবুত করবে। এই যোগদান সভা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে মনে করছেন অনেকেই।

