আগরতলা, ২ জুলাই : গোপনসূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রামনগর ফাঁড়ির পুলিশ লংকামুরা এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে নেশা জাতীয় কফ সিরাপ সহ আটক করেছে। আটককৃত যুবকের নাম হুসেন মিঞা। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আগরতলা পশ্চিম থানার সেকেন্ড ওসি শ্যামশঙ্কর রিয়াং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, রামনগর ফাঁড়ির পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে লংকামুরা এলাকায় অভিযান চালায়। অভিযানে হুসেন মিঞা নামে এক বাংলাদেশী যুবককে নেশা জাতীয় কফ সিরাপ সহ হাতেনাতে ধরা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃত যুবককে আগরতলা পশ্চিম থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, হুসেন মিঞার বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই কফ সিরাপের উৎস এবং এর সাথে জড়িত অন্যান্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

