আগরতলা, ২৫ জুন : অসাংবিধানিক শব্দ ব্যবহার করে গোটা জনজাতিদের অপমান করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এরই প্রতিবাদে আজ বিধায়ক সুদীপ রায় বর্মণের হোস্টেলের সামনে এসে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি জনজাতি মোর্চা। পরবর্তীতে হোস্টেলের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে মোর্চার কার্যকর্তারা।বিক্ষোভকারীদের দাবী, সমস্ত জনজাতিদের কাছে সুদীপ রায় বর্মণকে ক্ষমা চাইতে হবে।
প্রসঙ্গত, গতকাল আমবাসা টাউন হলে কংগ্রেসের আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের উপর প্রস্রাব করে। তাঁর এই মন্তব্য ঘিরেই বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে বিধায়ক সুদীপ রায় বর্মনের হোস্টেলের সামনে এসে বিক্ষোভ দেখিয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনজাতি মোর্চার এক কর্মী বলেন, গতকাল আমবাসা টাউন হলে বিধায়ক সুদীপ রায় বর্মণ গোটা জনজাতিদের কটাক্ষ করেছেন। তিনি জনসম্মুখে বলেন বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের উপর প্রস্রাব করে। তিনি অসাংবিধানিক শব্দ ব্যবহার করে গোটা দেশের জনজাতিদের অপমান করেছেন। এরই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা। তাঁর দাবি, সমস্ত জনজাতিদের কাছে সুদীপ রায় বর্মণকে ক্ষমা চাইতে হবে।
এদিকে, এবিষয়ে পুলিশ সুপার ডা. কিরণ কুমার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। প্রশাসনের কাছে যথেষ্ট পুলিশ বাহিনী রয়েছে। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, গোটা জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকের ভাঙচুরের বিষয়টি নিয়ে জনজাতিদের উপর আমার কোনো রাগ নেই। কিন্তু এটা সত্যি যে এসসি, এসটি ও ওবিসিদের নিয়ে বিজেপির মনে অফুরন্ত ঘৃনা জমে রয়েছে। জনজাতিদের নিয়ে গোটা বিজেপির বিকৃত মস্তিক কাজ করে। যদি ঘৃণাই না করত বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে জনসম্মুখে এক জনজাতি গায়ের উপর প্রস্রাব করে দিতে পারেন, বলে প্রশ্ন তুলেন তিনি। গতকাল আমি এবিষয়টি নিয়েই সম্মেলনে বক্তব্য রেখেছি।