দুটি ভিন্ন অভিযানে নেমে সাফল্য পেয়েছে জিআরপি

আগরতলা, ১৩ জুন : দুটি ভিন্ন অভিযানে নেমে সাফল্য পেয়েছে জিআরপি পুলিশ। আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে একজন বাংলাদেশী নাগরিককে আটক করে। পাশাপাশি, আরেকটি অভিযানে রেলস্টেশন থেকে একজন নেশাকারবারীকে আটক করে। তার কাছ থেকে ২ কেজি ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলস্টেশন থেকে একজন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। সে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এবং সে ট্রেনে করে বহি:রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে সে বলে কলকাতা যাবে। ধৃতের নাৃ আব্দুল খালেক ওরফ হাসিম মিয়া ( ২৮)।

পাশাপাশি, আরেকটি অভিযানে গতকাল রাতে আগরতলায় জি আর পি থানার পুলিশ এবং আর পি এফ মিলে এক নেশাকারবারিকে আটক করেছে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ২কে জি ১৮৫ গ্রাম শুকনো গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে সে গাঁজাগুলো পাঞ্জাবের উদ্দেশ্যে পাচার করবেে। তার বিরুদ্ধে আগরতলা জিআরপি থানাতে এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। ওই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে। ধৃতের নাম, দীপঙ্কর ( ২২) বাড়ি উত্তর প্রদেশ।