জম্মু, ১০ জুন:জম্মু-কাশ্মীরে উপরাজ্যপাল মনোজ সিন্হা গতকাল একীভূত সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় ১২ হাজারেরও বেশি উপকারভোগীর মধ্যে মোট ৬.১৪ কোটি টাকার বকেয়া পেনশন অর্থ বিতরণ করেছেন।
উপরাজ্যপাল জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং বয়স্ক নাগরিক, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা।
এই উপলক্ষে, উপরাজ্যপাল জম্মুতে মানসিক রোগীদের জন্য মনোসামাজিক পুনর্বাসনের উদ্দেশ্যে ৫০ শয্যাবিশিষ্ট ‘হাফ ওয়ে হোম’-এর উদ্বোধন করেন। এছাড়াও, সাম্বা জেলায় মহিলাদের জন্য ‘পরিশা’ নামে একটি শিশু সেবা প্রতিষ্ঠান উদ্বোধন করেন তিনি।
উপরাজ্যপাল দুটি কেন্দ্র-স্পনসর্ড প্রকল্প—‘জাতীয় বয়োশ্রী প্রকল্প’ এবং ‘বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ ক্রয় ও ফিটমেন্ট সহায়তা প্রকল্প’-এর অধীনে সমাজ কল্যাণ অধিদপ্তর, জম্মুর উদ্যোগের প্রশংসা করেন।
মনোজ সিন্হা কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে বিশেষভাবে সক্ষমদের জন্য একটি বিশেষ উদ্যান স্থাপনের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পেশ করা হয়।