আগরতলা, ১০ জুন : গত ছয় মাসে ত্রিপুরায় অনুপ্রবেশ অনেকটাই কমেছে। অনুপ্রবেশ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এমনকি, বর্তমানে নজরদারিও বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
সীমান্তের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডঃ সাহা বলেন, কিছু এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আবার কিছু জায়গায় বেড়া নেই। কেন্দ্র সরকারের সাথে রাজ্যের সীমান্ত পরিস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এমনকি আমি ব্যক্তিগত বৈঠকেও কেন্দ্রীয় নেতৃত্বদের নিকট বিষয়টি উত্থাপন করেছি।
তিনি আরও বলেন, অনুপ্রবেশ নিয়ে প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীর সাথে পরিস্থিতি পর্যালোচনা করছেন। তাঁদের প্রচেষ্টার কারণে অনুপ্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া সমস্ত রাজ্যে একই ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে, বলে দাবি করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত ছয় মাসে রাজ্যে অনুপ্রবেশ খুব বেশি বাড়েনি বরং কিছুটা কমেছে। নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছে এবং সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এমনকি, নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে।