আগরতলা, ৯ জুন: প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেছেন কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলাম। এরই জেরে গতকাল রাতে ওই কংগ্রেস নেতার বাড়িতে হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতকারীরা। পাশাপাশি, বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে পরিবারের লোকদের বাড়ির ছাড়ার হুমকি দেওয়া হয়েছে, বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা শান্তিপাড়ার মসজিদ পট্টি রোড এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ, বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই যুবমোর্চার কর্মীদের রোষানলে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বদের। তাঁদের নিরাপত্তা দিতে গিয়ে যুবমোর্চার কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছে পূর্ব আগরতলা থানার ওসি। পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা।
প্রসঙ্গত, গতকাল সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন কংগ্রেস যুব নেতা শাহজান ইসলাম। এমনকি, তাঁদের বিরুদ্ধে ব্যক্তিহগত আক্রমণও করেছেন তিনি। পাশাপাশি, তিনি পুলিশ প্রশাসনকে নিয়েও সমালোচনামূলক কথা বলেন। এরই প্রতিবাদে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ, বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই যুবমোর্চার কর্মীদের রোষানলে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বদের। তাঁদের নিরাপত্তা দিতে গিয়ে যুবমোর্চার কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছে পূর্ব আগরতলা থানার ওসি। পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা।
এবিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টো দিকেই শান্তিপাড়া এলাকায় কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতকারীরা। তাতেই স্পষ্ট গোটা রাজ্যে অরাজকতা চলছে। অবিলম্বে বিজেপির দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, গোটা ঘটনা নিয়ে বড়দোয়ালী যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সামাজিক মাধ্যমে প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম। তাই শাহজাহান ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।