আগরতলা, ২ জুন: সরকারেও থাকবে আবার তামাশাও দেখাবে সেটা হতে পারে না। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে হলে সমর্থন প্রত্যাহার করুক তিপরা মথা। আসলে নাটক করছে তিপরা মথা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপরা মথার বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।
এদিন তিনি বলেন, গোমতী জেলার জেলাশাসক তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেবর্বমণের সাথে দেখা করেননি। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। কিন্তু আজকে গোমতী জেলার সমস্ত সরকারি দফতরে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি হতাশাজনক। যেহেতু মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন বলে আশ্বাস দিয়েছেন, তারপর আজকের ঘটনাটি অত্যন্ত হতাশাজনক।
তাঁর কথায়, সরকারেও থাকবে আবার তামাশাও দেখাবে সেটা হতে পারে না। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে হলে সমর্থন প্রত্যাহার করুক তিপরা মথা। আজকের বিষয়টি তিপরা মথার নাটক বলে ধরা হচ্ছে।

