কেরোসিন খেয়ে মর্মান্তিক মৃত্যু শিশু কন্যার

আগরতলা, ১০ এপ্রিল : কেরোসিন খেয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশু কন্যার। ওই ঘটনায় বিলোনিয়া আইসি নগরে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে মৃতার বাবা বলেন, গত বুধবার প্রতিবেশির বাড়িতে খেলার সময় জল ভেবে কেরোসিন খেয়ে ফেলে শিশু কন্যা শিবানী দেবনাথ। সাথে সাথে পরিবারের সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গিয়েছেন। কিন্তু হাসপাতালে নিয়ে গেলেি শেষ রক্ষা হয়নি। ওই শিশু কন্যা মৃত্যুর কোলে ঢলে পড়ে।