নয়াদিল্লি ও ঢাকা, ৫ মার্চ (হি.স.) : রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পে কেঁপে উঠল। বুধবার সকালে ৫.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। আবহাওয়া দফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক রুবাইয়াত কবির বলেন, ভূমিকম্পে কোনও প্রাণহানি অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গত ১০ দিনে বাংলাদেশে ৪ বার ভূমিকম্প হয়েছে, ২০২৪ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ৫৩-তে।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ক্ষুদ্র ও মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি বড় ধরনের ভূমিকম্পের সতর্কবার্তা হতে পারে। এদিন কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়। উৎপত্তিস্থল ভারত ও মায়ানমারের সীমান্তবর্তী এলাকা।