আগরতলা, ১৮ জানুয়ারি: প্লাস্টিক বিরোধী অভিযানে নেমেছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর। প্রসাশনের আধিকারিরকরা তেলিয়ামুড়া বাজারে অভিযান চালিয়েছে। বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ অবৈধ প্লাস্টিক প্যাকেট সহ অন্যান্য সামগ্রী।
জনৈক আধিকারিক জানিয়েছেন, আজ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের যৌথ ভাবে তেলিয়ামুড়া বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান করা হয়। বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ অবৈধ প্লাস্টিক প্যাকেট সহ অন্যান্য সামগ্রী। এই প্লাস্টিক বিরোধী অভিযানের নেতৃত্ব দেন ডি.সি.এম অঞ্জন দাস, মহকুমা খাদ্য আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অভিযানকারী দলটি তেলিয়ামুড়া বাজারের বেশ কয়েকটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যাগ, গ্লাস উদ্ধার করে।
প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন জনৈক আধিকারিক।