আগরতলা, ২৮ ডিসেম্বর : আজ রাবার সিট চুরি করতে গিয়ে মেলাঘর লাল মিয়া চৌমুনীর বাসিন্দাদের হাতে আটক এক চোর। এলাকাবাসী মিলে পুলিশে খবর না দিয়ে নেশার টাকা সংগ্রহ করার জন্য চুরি করতে আসা ওই চোরকে শাস্তি দিয়ে ছেড়ে দেয়।
ঘটনাটি ঘটেছে মেলাঘর লাল মিয়া চৌমুনী সংলগ্ন এলাকায়। ওই এলাকার আলেক মিয়ার বাড়ি থেকে রাবার শীট নিয়ে যাওয়ার পথে ওই যুবককে আটক করে একই এলাকার কয়েকজন ব্যক্তি। চোরের নাম জসীম উদ্দীন। তাঁর বাড়ি কাকরাবন।
ওই চোরকে চুরি করার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে সে অসামঞ্জস্যপূর্ণ অজুহাত দেখিয়ে দেয়। সাথে এও জানায় যে সে নেশা করে।
তাঁর কথাগুলো শুনে উপস্থিত সকলেই আন্দাজ করে যে সে নেশার টাকা সংগ্রহ করার জন্যই রাবার সিটগুলো চুরি করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত এলাকাবাসী ওই রাবার চোরের মাথা ন্যাড়া করে একটি গান চালিয়ে তাকে নাচিয়ে ছেড়ে দেয়।