আগরতলা, ২৮ ডিসেম্বর: গতকাল রাতে শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অপর একটি গাড়ি। অবশ্য তাতে হতাহতের কোন খবর নেই। ঘটনা কর্নেল চৌমুহনী এলাকায়।
রাতের রাজধানী আগরতলা শহরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। তাতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে চলেছে। গতকাল মধ্যরাতেও রাজধানীর আগরতলা শহরের কর্নেল চৌমুহন এ এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি গাড়িতে দ্রুত বেগে এসে অপর একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে রাস্তার পাশে পার্কিং করে রাখা গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেপরোয়া গতিতে আসা গাড়িটি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। ঘটনায় জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। তারা মদমত্ত অবস্থায় ছিল।
ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক জানান, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলে অভিযুক্তরা নিজেদেরকে শাসকদলের লোকজন বলে দাবি করে পাল্টা হুমকি দিয়েছে। তাতে স্থানীয় জনগণ তীব্র খুব প্রকাশ করেছেন। অন্যায় করার পর অন্যায় ধামাচাপা দেওয়ার জন্য শাসকদলকে ব্যবহার করে করে দলের ঐতিহ্য কলঙ্কিত করার চেষ্টা করেছে তারা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।