আগরতলা, ১১ ডিসেম্বর : মনপাথর ফাঁড়ী থানার ওসির নেতৃত্বে ধ্বংস করা হয় গাঁজা বাগান। মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস প্রতিনিয়ত নেশাবিরোধী অভিযান করে থাকেন। মনপাথর ফাঁড়ী থানা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ দমনে নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছে ওসি জয়ন্ত দাস।
এরই মধ্যে বুধবার গোপন খবরের ভিত্তিতে মনপাথর ফাঁড়ী থানা এলাকায় উত্তর তাকমা এলাকায় গাঁজা বাগান ধ্বংস করা হয়। ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নিয়ে গাঁজা বাগান ধ্বংস করা হয়। জানা যায় ওসি জয়ন্ত দাসের এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে। ওসি জয়ন্ত দাসের আজকের এই অভিযানে কিছুটা স্বস্তি পেয়েছে মনপাথর এলাকাবাসী।