কনৌজ, ২৭ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কনৌজে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর নিয়ন্ত্রণহীন একটি স্করপিও গাড়ি ধাক্কা মারল ট্রাকে। বুধবার ভোররাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, মৃতদের মধ্যে ৩ জন ডাক্তার এবং দু’জন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন, তিনিও ডাক্তার। পুলিশ জানিয়েছে, নিহত ডাক্তাররা সবাই সাইফাই মেডিকেল কলেজের পিজি পড়ুয়া। বুধবার ভোররাত ৩টে থেকে ৩.৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাতে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ট্রাকে ধাক্কা মারে। গাড়িটি আগ্রা যাচ্ছিল। সংঘর্ষে সাইফাই মেডিক্যাল কলেজের ৩ চিকিৎসক ও দুই সিনিয়র ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন ডাক্তার। তিরওয়া কোতোয়ালি এলাকায় ১৯৬ কিলোমিটার মার্কের কাছে দুর্ঘটনাটি ঘটে। ডাঃ সি পি পাল বলেছেন, “দুর্ঘটনাটি ৩টে থেকে ৩.৩০ মিনিটের মধ্যে। একটি অ্যাম্বুলেন্স ৬ রোগীকে নিয়ে এসেছিল, যাদের মধ্যে ৫ জন মারা গিয়েছিল। সবাই সাইফাই বিশ্ববিদ্যালয়ের পিজি পড়ুয়া।”
কনৌজের পুলিশ সুপার অমিত কুমার আনন্দ বলেছেন, বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে আগ্রাগামী একটি স্করপিও গাড়ি ডিভাইডার ভেঙে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, আহত হয়েছে একজন। নিহত ৫ জনের মধ্যে ৩ জন জুনিয়র রেসিডেন্ট চিকিৎসক, দু’জন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান। আহত ব্যক্তিও রেসিডেন্ট চিকিৎসক। পরিবারের সদস্যদের ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।”