আগরতলা, ২৬ নভেম্বর : দেশের সংবিধান রক্ষা করার দায়িত্ব সকলের। কিন্তু দেশে জনগণের মৌলিক অধিকারের উপর ক্রমাগত হস্তক্ষেপ করা হচ্ছে। আজ ৭৫ তম সংবিধান দিবসে উদ্বেগ প্রকাশ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
আজ ৭৫ তম সংবিধান দিবসে আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্যরা। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর চন্ডিতা বসু মজুমদার। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত আজকের এই সভা থেকে প্রদেশ কংগ্রেস সারা রাজ্যব্যাপী ৬০ দিন ব্যাপী সংবিধান রক্ষা অভিযান কর্মসূচির ঘোষণা করেছে।
বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন বর্তমান শাসক দলকে কটাক্ষ করে বলেন, তারা একদলীয় শাসক চালিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে কাজ করছে। জনগণকে বিভিন্ন ভাবে দাবিয়ে রাখার চেষ্টায় রয়েছে শাসক দল। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে কংগ্রেস দলের প্রতিনিধিরা।