নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর:
ছাত্র-ছাত্রীরাই নতুনভাবে নেশামুক্ত স্বচ্ছ সমাজ গড়ে তুলতে পারে। মঙ্গলবার মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের সাত দিনব্যাপী সচেতনতামূলক শিবিরে উদ্বোধন করে একথা বললেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার আঠারোমুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাত দিনব্যাপী এন.এস.এস শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মূলত বাল্যবিবাহ রোধ, নেশা মুক্ত ত্রিপুরা গঠন এর বিষয়ে সচেতন করার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন। পাশাপাশি এই শিবিরের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যান দুর্ঘটনা রুখতে সচেতনতা বৃদ্ধি করা। উদ্বোধনী অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও মহকুমা শাসক পরিমল মজুমদার, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
এদিন বিদ্যালয়ে গাছে জল সিচনের মাধ্যমে সাত দিনব্যাপী এনএসএস ইউনিট ক্যাম্পের সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেশা মুক্ত সমাজ গড়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান রাখেন মন্ত্রী বিকাশ দেববর্মা । তাছাড়াও তিনি বলেন , সমাজকে স্বচ্ছ এবং সুস্থ রাখতে গেলে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন। বিশেষ করে ড্রাগস, ইয়াবা ট্যাবলেট সহ নানা নেশা সামগ্রী বর্জন করে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য ছাত্র-ছাত্রীদের ভূমিকা মূল বলে অভিমত ব্যক্ত করেন তিনি।