BRAKING NEWS

আগরতলা স্থল বন্দরে নির্ঝঞ্ঝাট ভাবে পণ্য চলাচলের জন্য সূচনা হলো ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এল পি এম এস

আগরতলা, ২৬ নভেম্বর ২০২৪: আন্তর্জাতিক-বানিজ্যের সুবিধার লক্ষ্যে নির্ঝঞ্ঝাট ভাবে পণ্য চলাচলে র জন্য, আজ আগরতলা স্থল বন্দরে এক যুগান্তকারী এক পদক্ষেপের সূচনা হলো। ব্যবহার শুরু হলো নতুন ধরনের সফটওয়্যার প্রযুক্তি ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এল পি এম এস-র|

আগরতলা আই সি পি প্রঙ্গনে, আজ বিকেলে এক অনুষ্ঠানে ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ-র চ্যেয়ারম্যান আদিত্য মিশ্র এই নয়া পদ্ধতির সুচনা করেন| কালে লজিস্টিক্স সলিউশন প্রাইভেট লিমিটেড-এর তৈরী এই নয়া এল পি এম এস –এর মাধ্যমে স্থল বন্দরে পন্যবাহী লরিগুলোকে সহজেই চিহ্নিত করা যাবে , লরির চালককে সনাক্ত করা সহজ হবে| প্রবেশ পথে বায়োমেট্রিক ও কিউ আর কোডের পন্যবাহী লরির চলাচল দ্রুত ও সহজ হবে|

এল পি এম এস পদ্ধতির সুচনা করে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ-র চেয়ারম্যান আদিত্য মিশ্র বলেন, আগরতলা আই সি পি তে পন্য চলাচলে এল পি এম এস পদ্ধতি ক্লাউ করা হলেও ভবিষ্যতে যাত্রী পরিষেবায় এই পদ্ধতি বলবত করা হবে| ভারতের বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যেই ডিজিযাত্রা এপস , স্থল বন্দরে যাত্রী সুবিধার মতো এপস ব্যবহৃত হয় এই এল পি এম এস পদ্ধতিও অনেকটা সেরকম| তিনি বলেন, জাহাজ চলাচলেও ভারতের বিভিন্ন বন্দরে যাত্রী পরিবহনে এই ধরনের পদ্ধতির ব্যবহার হচ্ছে| এই ধরনের পদ্ধতি চালু হলে যাত্রী চলাচল অতি দ্রুত ও সহজ করা সম্ভব হবে |তাছাড়া এই ধরনের পদ্ধতিতে যাত্রী ও পন্য চলাচলে সারা দেশেই তথ্য আদানপ্রদান সহজ হবে|

অনুষ্ঠানে ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ-র সচিব বিবেক ভার্মা বলেন, দেরিতে হলেও আগরতলা স্থলবন্দরে এই পদ্ধতি চালু হয়েছে যা পন্য ও যাত্রী চলাচলে এক বড় পদক্ষেপ| ধীরে ধীরে ত্রিপুরার অন্য স্থল বন্দরেও এই পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি|

এই পদ্ধতি চালু হওয়ায় আগরতলা স্থল বন্দরের ভবিষ্যত আরো উজ্জ্বল হবে বলে তিনি আশা প্রকাশ করেন| অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ-র ডিরেক্টর ফিনান্স শ্রীমতী রেখা রাইকার| অনুষ্ঠানে ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ-র অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন| স্থল বন্দর কর্তৃপক্ষ-র চেয়ারম্যান আদিত্য মিশ্রসহ অন্যান্য কর্মকর্তারা সবুজ পতাকা নেড়ে এল পি এম এস পদ্ধতিতে পন্যবাহী লরি চলাচলের যাত্রার সূচনা করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *