নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর:
পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্তে শাসক শরিক
তিপরা মথা দলের সাথে আলোচনা করা হয়নি। এই সিদ্ধান্তকে পুনঃবিবেচনা করার আহ্বান জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মা।
না হলে আন্দোলনে নামার হুশিয়ারিও দিয়েছেন তিনি।
ত্রিপুরার পুরনো রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেস্টে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। এই প্যালেসে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্তকে কোনভাবে মেনে নেবেন না বলে জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মা। এটি কোনভাবেই সঠিক সিদ্ধান্ত নয় বলে দাবি তাঁর।
এবিষয়ে নিজ সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর বলেন, ১৯৪৯ সালে রাজমাতা কাঞ্চন প্রভা দেবী এটি শর্তসাপেক্ষে, বিনামূল্যে ভারত সরকারের হাতে তুলে দিয়েছিলেন রাজভবনের জন্য। ২০১৮ সালের আগে পর্যন্ত এটি রাজভবন হিসেবে পরিচিত ছিল। বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর তারা বলেন, এ রাজভবনে মহারাজার নামে এক মিউজিয়াম তৈরি করা হবে। যেখানে ত্রিপুরার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে বর্ণনা করা হবে। কিন্তু বর্তমানে কোন ধরনের আলোচনা ছাড়াই এটি একটি হোটেল সংস্থার কাছে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে।
প্রদ্যোত বলেন, ত্রিপুরার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে পুরনো এ রাজভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরার রাজ আমলের অস্তিত্ব বহন করছে। ত্রিপুরার উন্নয়ন প্রয়োজন, তবে রাজ্যের ঐতিহ্য ঐতিহাসিক স্থান গুলিকে টাকা ও লাভের জন্য বিক্রি করে দেওয়াকে তিনি সমর্থন করেন না। এর বিরুদ্ধে গোটা রাজ্যবাসীকে এগিয়ে এসে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মা।