BRAKING NEWS

চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের সরকারি হাইকমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারক প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর:
ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ এর পক্ষ থেকে মঙ্গলবার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সরকারি হাইকমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের হিন্দুধর্মী সংখ্যালঘুদের পুরোধা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ওরফে কৃষ্ণ প্রভু দাসকে বাংলাদেশের পুলিশ বিনাকারণে গ্রেফতার করে নিয়ে যায়। তাতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ।

বাংলাদেশ ইসকনের সঙ্গে যুক্ত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে কোন মামলা বা কোন অভিযোগ ছিলোনা, অথচ তাঁকে গ্রেফতার করে হয়েছে। ধারণা করা হচ্ছে, যেহেতু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশে সম্প্রতি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা ও স্বাধিকার আদায়ের জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাই বাংলাদেশ সরকার তাঁকে আটক করেছে। কোন সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের এহেন আচরণ অভূতপূর্ব এবং নিন্দনীয়। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সারা বিশ্ব জুড়েই এবং বিশেষত হিন্দু সংখ্যাগুরু ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ত্রিপুরা সহ দেশের সর্বত্র তীব্র নিন্দা প্রকাশ করা হচ্ছে ব্যক্তি, সংগঠন ও বিভিন্ন সংস্থা থেকে।

আগরতলায় অবস্থিত বাংলাদেশসহকারী হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ জানানো হয় যে অতিসত্বর বিনাদোষে, বিনা অভিযোগে গ্রেফতার হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের পুরোধা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে বিনাশর্তে, সসম্মানে মুক্তি দেয়া হোক, তৎসঙ্গে বাংলাদেশের সব ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *