BRAKING NEWS

ত্রিপুরায় তিন দিনের সফরে বিএসএফ-এর এডিজি

আগরতলা, ২৭ নভেম্বর: ত্রিপুরায় তিনদিনের সফরে আসলেন এডিজি বিএসএফ (ইস্টার্ন কমান্ড) রবি গান্ধী। আজ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে তাঁকে স্বাগত জানিয়েছেন আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস এবং তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করেছেন। 

এডিজি সাব্রুমে এলপিএআই আয়োজিত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। এদিনের সম্মেলনের উপস্থিত ছিলেন আইপিএস চেয়ারম্যান আদিত্য মিশ্র, শৈলেন্দ্র কুমার সিনহা, আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস এবং অন্যানরা। 

এদিন তিনি সাব্রুম ল্যান্ডপোর্ট প্রতিষ্ঠায় এলপিএআই-এর প্রচেষ্টার প্রশংসা করেন। এদিন শ্রীগান্ধী পূর্ববর্তী অঞ্চলে বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। পর্রবতী সময়ে এডিজও রবি গান্ধী সাব্রুম থেকে ত্রিপুরার পূর্ব সীমান্ত অংশ পরিদর্শন করেছেন। দুর্গম ভূখণ্ডে সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানদের অক্লান্ত ও অবিরাম প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *