ইসলামাবাদ, 26 নভেম্বর (হি. স.) : রক্তাক্ত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ডি-চক । পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ‘ডু অর ডাই’ কলের পরে সরকারি বাধা অতিক্রম করে ডি-চকে পৌঁছানো হাজার হাজার কর্মী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পিটিআই দাবি করেছে যে সংঘর্ষে তাদের তিন কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে পিটিআই জানিয়েছে, ইসলামাবাদের বিক্ষোভে পুলিশ সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে, এতে তিনজন নিহত ও অনেকে আহত হয়েছে।
ফেডারেল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন , সরকার সম্ভাব্য সব উপায়ে পিটিআই নেতাদের বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তারা বুঝতে চায়নি। । জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। এমনকি, ইমরানের সমর্থকদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে পাক-সেনা।
ইসলামাবাদের প্রাদেশিক পুলিশ প্রধান উসমান আনোয়ার জানিয়েছেন, সরকারি হিসেবে এখন পর্যন্ত অন্তত ১১৯ জন আহত হয়েছেন। ইসলামাবাদ সহ গোটা পঞ্জাব প্রদেশে পুলিশের ২২টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
পূর্ব পঞ্জাব প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ সোমবার বলেছেন, ‘ইতিমধ্যে পাঁচ সাংসদ সহ ইমরানের চার হাজারেরও বেশি সমর্থককে আটক করেছে পুলিশ।’ অন্যদিকে, ইমরানের স্ত্রী বুশরা বিবি জানান, ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন চলবে।